স্পোর্টস ডেস্ক

০৩ জুন, ২০১৬ ১৩:৪৯

কঠিন চ্যালেঞ্জ নিতে তৈরি মুলার, রুনি চোখ রাখছেন ট্রফিতে

ইউরো ২০১৬

একজন বলছেন ইউরো জিততে গেলে প্রত্যাশার চাপ নিতেই হবে। অন্যজন বললেন, ইউরো তাঁর কাছে সবচেয়ে বড় পরীক্ষা। মাঠে নামতে ছটফট করছেন দুজনেই। প্রথমজন থোমাস মুলার। আর দ্বিতীয়জন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন রুনি।

ইউরোর কাউন্টডাউনের মধ্যেই মুখ খুললেন বিশ্বফুটবলের দুই তারকা। চূড়ান্ত পর্বের প্রস্তুতিতে এই মুহূর্তে অনুশীলন ম্যাচ খেলছে দলগুলো। গত সপ্তাহে স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে ১-৩ গোলে হেরে বেশ চাপেই পড়ে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইউরোর গ্রুপ সি-তে পোল্যান্ড, উত্তর আর্য়াল্যান্ড ও ইউক্রেনের সঙ্গে রয়েছে জোয়াকিম লো-র শীষ্যরা। তবে অন্যতম ভরসা মুলার বলেছেন, ‘‘ফেভারিটদের এই চাপ নিয়েই মাঠে নামতে হয়। ইউরো কাপের চ্ইউযালেঞ্জ নিতে আমরা তৈরি। তবে সন্দেহ নেই আমাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করে আছে।’’

২০১২সালে ইউরোতে ইতালির কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল জার্মানি। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বাস্তিয়ান শোয়াইনস্টেইগারদের নিয়ে প্রত্যাশার বাড়ছে। কিন্তু শেষ চারটে অনুশীলন ম্যাচের তিনটিতেই পরাস্ত হওয়ার পর দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ চিন্তিত জার্মানির কোচ। এই অবস্থায় ইউরোতে নিজেদের অভিযান শুরুর আগে শনিবার হাঙ্গেরির বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। এই ম্যাচে শোয়াইনস্টেইগার ও স্যামি খেদিরাকে বিশ্রাম দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, ইউরো শুরুর আগে বেশ চনমনে মেজাজে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক রুনি। কোচ রয় হজসন তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার পর টিম মিটিংয়ে সতীর্থদের উজ্জীবিত করতে বক্তৃতাও করেছেন। ইংল্যান্ডের হয়ে ১১০টি ম্যাচে ৫২ গোল করা রুনি বলেছেন, ‘‘অধিনায়ক হওয়া সত্যি অন্যরকম অনুভূতি। আমার কাছে অন্যতম সেরা মুহূর্ত। যেভাবে হোক ইউরো জিততেই হবে। মাঠে নামতে উদগ্রীব হয়ে রয়েছি। চোটমুক্ত থেকে উজাড় করে দিতে হবে।’’

আপনার মন্তব্য

আলোচিত