স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০১৬ ২৩:৩০

আকিব জাভেদই ফিরিয়ে দিলেন বিসিবিকে

আকিব জাভেদকে বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে পেতে চেয়েছিল বিসিবি। এই খবরের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে অবশ্য প্রচুর সমালোচনা তৈরি হয়।  আকিবের চেয়ে অনেক হাইপ্রোফাইল কোচ ক্রিকেট বিশ্বে অহরহ তবু কেন বিসিবি তাকেই প্রস্তাব দিল এই নিয়ে চলছিল নানামুখী গুঞ্জন।

তবে জল বেশি দূর গড়াবার আগে বিসিবির প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন আকিব জাভেদই।

বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন না তিনি বিসিবির প্রস্তাবে সাবেক পাকিস্তানি পেসার অপারগতা জানিয়ে ইমেইল করেছেন সোমবার।

আকিবের ইমেইল পাওয়ার কথা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। জানালেন, বিকল্প ভাবনায় এগোবেন তারা।

তিনি বলেন , “আজকেই ইমেইল করে আকিব জানিয়ে দিয়েছে যে সে আসছে না। আমরা তাতে খুব চিন্তিত নই। আকিবই আমাদের একমাত্র পছন্দ ছিল না। প্ল্যান ‘বি’, ‘সি’ এসব তো ছিল। বিকল্প ভাবনায় যারা ছিল, তাদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নেব আমরা।”

১৬৩ ওয়ানডে ম্যাচের ১৫৯ ইনিংসে বল করে ৩১.৪৩ গড়ে আকিব জাভেদ পান ১৮২ উইকেট অপরদিকে ১৬০ ওয়ানডে ম্যাচের ১৬০ ইনিংসে বল করে ৩০.৭৬ গড়ে মাশরাফির শিকার হলো ২০৪ উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত