স্পোর্টস ডেস্ক

০৭ জুন, ২০১৬ ১৫:৫৮

কোপায় চিলির জাতীয় সঙ্গীতে বিভ্রান্ত উরুগুয়ের খেলোয়াররা

অ্যারিজোনার গ্লেনডেইলে বাংলাদেশ সময় সোমবার ভোরে মেক্সিকোর কাছে ৩-১ গোলের হার দিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু করে ল্যাটিন পরাশক্তি উরুগুয়ে।

ম্যাচের আগে উরুগুয়ের জাতীয় সঙ্গীত বাজানোর সময় চিলির জাতীয় সঙ্গীত বাজলে উরুগুয়ের খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে পড়েছিল।

এর জন্য উরুগুয়ের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেয় কোপা আমেরিকার শতবর্ষী আসরের আয়োজকরা।

বিবৃতিতে বলা হয়, “এই সন্ধ্যায় ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতার সময় মানবিক ভুলে আমরা অসাবধানতাবশত ভুল জাতীয় সঙ্গীত চালিয়েছি আমরা এই ভুলের জন্য উরুগুয়ে ফুটবল ফেডারেশন, উরুগুয়ের জাতীয় দল, উরুগুয়ের মানুষ আর সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।"

আপনার মন্তব্য

আলোচিত