নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৫ ২০:৫৯

জাতীয় দলের কড়া নাড়ছেন ওপেনার লিটন

এবারের জাতীয় লীগে ৬ ম্যাচে ১৩ ইনিংসে ৮৫.৩৩ গড়ে ১০২৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন লিটন কুমার দাস

এবারের জাতীয় লীগে ৬ ম্যাচে ১৩ ইনিংসে ৮৫.৩৩ গড়ে ১০২৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন লিটন কুমার দাস । সেঞ্চুরী করেছেন ৫টি। যা এক মৌসুমে কোন বাংলাদেশী ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ । প্রায় একক প্রচেষ্টায় রংপুর বিভাগকে পাইয়ে দিয়েছেন প্রথম শিরোপার স্বাদ । গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লীগেও আবাহনির হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এই ওপেনার । ফল স্বরুপ জায়গা পেয়েছিলেন ৩০ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডেও । অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় মূল দলে জায়গা হয়নি । কিন্তু শীঘ্রই যে মূল দলে জায়গা পেতে যাচ্ছেন রংপুরের এই তরুন তারই যেন বার্তা দিয়ে গেলেন এবারের জাতীয় লীগে ।
বয়সভিত্তিক দলে লিটনের সতীর্থ  সৌম্য সরকার , তাসকিন আহমেদরা জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই । সেই হিসাবে লিটন পিছিয়ে থাকতে চাইছেন না কিছুতেই  । মূল দলে জায়গা করে নিজের প্রতিভার প্রমাণ দিতে চান উত্তরবঙ্গের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান ।

বিশ্বকাপে ওপেনিং নিয়ে যখন ভীষণ চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট । ইনজুরিতে পড়েছেন এনামুল হক বিজয়ও । বিশ্বকাপ পরবর্তী বেশ কটি হোম সিরিজে তাই লিটন হতে পারেন কার্যকর বিকল্প ।

অস্ট্রেলিয়ায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেঞ্চুরী করার অভিজ্ঞতা আছে । মূলত ওপেনার হলেও দলের প্রয়োজনে খেলতে পারেন যেকোন পজিশনেই । সাথে বাড়তি হিসেবে থাকছে উইকেট কিপিং এর দক্ষতা । এখন দেখার বিষয় লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সে নির্বাচকদের মন গলে কিনা।  



আপনার মন্তব্য

আলোচিত