
১৬ মার্চ, ২০১৫ ০৫:৩৩
১৯ মার্চ মেলবোর্ণে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি যখন টস করতে নামবেন তখন সে ম্যাচ হবে বাংলাদেশের জন্যে এক মাইলফলকের ম্যাচ। কারণ এ ম্যাচের মাধ্যমে বাংলাদেশ খেলবে ওয়ানডে ক্রিকেটে তাদের ৩০০তম ম্যাচ। সংখ্যা হিসাবে মাইলফলকের ম্যাচগুলোতে সাফল্য-ব্যর্থতার হার ফিফটি-ফিফটি আর ভারতের বিপক্ষে এই হার শতভাগ।
পেছন ফিরে তাকালে দেখা যায়:
বাংলাদেশ দল ১ম ওয়ানডে ম্যাচ খেলে ৩১ মার্চ, ১৯৮৬ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যেখানে হারের ব্যবধান ছিল ৭ উইকেট।
বাংলাদেশ দল ৫০তম ম্যাচ খেলে ২৫ জানুয়ারি, ২০০২ ঢাকায় এবং প্রতিপক্ষ পাকিস্তানের কাছে হারে ৮ উইকেটের ব্যবধানে।
বাংলাদেশ দল ১০০তম ম্যাচ খেলে ২৬ ডিসেম্বর, ২০০৪ ঢাকায় এবং প্রতিপক্ষ ভারত যেখানে বাংলাদেশ জয়ী হয় ১৫ রানের ব্যবধানে।
বাংলাদেশ দল ১৫০তম ম্যাচ খেলে ১৭ মার্চ, ২০০৭ পোর্ট অব স্পেন যা ছিল বিশ্বকাপের ম্যাচ, প্রতিপক্ষ ভারত এবং বাংলাদেশ জয়লাভ করে ৫ উইকেটে।
বাংলাদেশ দল ২০০তম ম্যাচ খেলে ২৮ জুলাই, ২০০৯ ডোমিনিকায় এবং প্রতিপক্ষ দলের নাম ওয়েস্ট ইণ্ডিজ যেখানে বাংলাদেশ জয়লাভ করে ৩ উইকেটের ব্যবধানে।
বাংলাদেশ দল ২৫০তম ম্যাচ খেলে ১৬ আগস্ট, ২০১১ হারারেতে এবং প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে যেখানে বাংলাদেশ হেরে যায় মাত্র ৫ রানের ব্যবধানে।
মেলবোর্ণে যখন বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে তখন বাংলাদেশের সামনে সুখস্মৃতি হয়ে উঁকি দেবে ২০০৭ বিশ্বকাপের সে ম্যাচ যা ছিল এই তিনশ’তম ম্যাচের ঠিক অর্ধেক অর্থাৎ ১৫০তম। সে বার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ যখন খেলতে নামছে এমন এক অবস্থায় আছে টুর্নামেন্ট যেখানে হারলেই বিদায়। আর সাম্প্রতিক অতীতের দিকে তাকালে দেখা যায় ভারতের বিপক্ষে বাংলাদেশ রাষ্ট্রের মাইলফলকের মাস মার্চে বড় কোন টুর্ণামেন্টে মুখোমুখি মানেই বাংলাদেশের জয়। ১৭ মার্চ, ২০০৭ বিশ্বকাপের ম্যাচ কিংবা ১৬ মার্চ, ২০১২ সালের এশিয়া কাপ যার সবিশেষ প্রমাণ!
পারবে কী বাংলাদেশ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে? উত্তর খুঁজতে অপেক্ষা করতেই হচ্ছে ১৯ মার্চ পর্যন্ত!
আপনার মন্তব্য