ক্রীড়া প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৫ ২৩:২৩

দুই স্বাগতিককে সুবিধা দিতে গিয়ে নকআউটে ভেন্যু দ্বন্দ্ব

কোয়ার্টার ফাইনালে উঠলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজের দেশে খেলবে এই নিশ্চয়তা আইসিসি আগেই দিয়েছে। সঙ্গে বিশ্বকাপের আগে প্রকাশিত র‍্যাঙ্কিং অনুসারে গ্রুপ ‘এ’র অন্য দুটি শীর্ষ দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকেও (তাঁদের জায়গা নিয়েছে বাংলাদেশ ) কোয়ার্টার ফাইনাল ভেন্যু বলে দিয়েছিল আইসিসি। কথা হলো, এখানে ‘বি’ গ্রুপের হিসাব আনা হয়নি কেন? আইসিসি কেবল স্বাগতিকদের গ্রুপটি হিসাবে এনেছে। ‘বি’ গ্রুপের নয়। আর দুটি স্বাগতিক দলই খেলেছে ‘এ’ গ্রুপে।

দুই স্বাগতিক এবং শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের(জায়গা নিয়েছে বাংলাদেশ)  কোয়ার্টার ফাইনাল ভেন্যু ও তারিখ আগেই চূড়ান্ত হওয়ায় জানা গিয়েছিল শ্রীলঙ্কা ১৮ মার্চ সিডনিতে, ইংল্যান্ড ১৯ মার্চ মেলবোর্নে, অস্ট্রেলিয়া ২০ মার্চ অ্যাডিলেডে ও নিউজিল্যান্ড ২১ মার্চ ওয়েলিংটনে কোয়ার্টার ফাইনাল খেলবে। এখানে ইংল্যান্ডকে হটিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে বাংলাদেশ। এর ফলে মাশরাফিদের খেলা মেলবোর্নেই। এর সঙ্গে গ্রুপে চতুর্থ হওয়ার কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপের তৃতীয় হত তাহলেও মেলবোর্নেই খেলত টাইগাররা । সেক্ষেত্রে দক্ষিন আফ্রিকাকে আসতে হত মেলবোর্নে । আর ভারতকে যেতে হত সিডনিতে শ্রীলঙ্কার সাথে খেলতে  ।

স্বাগতিক হওয়ার সুবিধা থাকছে সেমিফাইনালেও। নিউজিল্যান্ড যদি সেমিফাইনালে চলে যায়, তবে তাদের প্রতিপক্ষকে খেলতে যেতে হবে অকল্যান্ডে। একইভাবে অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠলে তাদের প্রতিপক্ষকেও খেলতে হবে সিডনিতে। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই যদি বাদ পড়ে যায় শেষ আট থেকে তবে ভেন্যু জটিলতা আর থাকলই না।


আপনার মন্তব্য

আলোচিত