
১৭ মার্চ, ২০১৫ ১৯:৫০
বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বের চার সপ্তাহের খেলায় সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। এদিকে, সবচেয়ে বেশি চার মারার রেকর্ড শেষ বিশ্বকাপ খেলতে নামা লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার। সাঙ্গাকারা চলতি বিশ্বকাপে মোট ৫৪ টি চার মেরেছেন। ৪৬টি চার মেরে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিলকারত্নে দিলশান।
জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৪৩ টি, ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান ৩৯টি ও এবিডি ভিলিয়ার্স ৩৫ টি চার মেরে এ তালিকায় নাম লিখিয়েছেন।ছক্কার তালিকায় শীর্ষে আছেন ভিলিয়ার্স। ২০ টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি। ১৮ টি ছয় মেরে দ্বিতীয় স্থানটি নিজের করেছেন ক্রিস গেইল।
১২ টি ছয় মেরে তৃতীয় স্থানে আছেন দুজন। জিম্বাবুয়ের ব্রেন্ডল টেলর ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।১১ টি ছক্কা মেরে এ তালিকায় পঞ্চম স্থানে আছেন আরেক প্রোটিয়ান ডেভিড মিলার।
আপনার মন্তব্য