
১৮ মার্চ, ২০১৫ ২০:৩৫
স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। আর বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত ম্যাচের খেলা না হলে 'মূল খোলোয়াড়' হবে আইসিসির নিয়ম ও বৃষ্টি।
এমন আশঙ্কায় আছে বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ।
যদি বৃষ্টি নামে এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি দুই দলের ২০ ওভারের ম্যাচ না হয় তাহলে রিজার্ভ ডে’তে ম্যাচ গড়াবে। সেক্ষেত্রে যেখান থেকে ম্যাচ স্থগিত হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে। আর রিজার্ভ ডে’তেও যদি সম্ভব না হয় ম্যাচ আয়োজনের তাহলে টুর্ণামেন্টের বাইল’জ অনুযায়ি গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে সেমিফাইনালের দল। সেক্ষেত্রে বাংলাদেশের চাইতে এগিয়ে আছে ভারত, কারণ তারা গ্রুপ পর্যায়ের সবগুলো ম্যাচই জিতেছে।
আইসিসির এমন নিয়মই এখন বাংলাদেশের খেলোয়াড়সহ টিম ম্যানেজম্যান্ট এবং টাইগার সমর্থকদের দুশ্চিন্তার মূল কারণ।
মেলবোর্নে গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুশীলনেও অনুশীলনে নামতে পারেনি দুদ’ল। আকাশে আছে মেঘেরআনাগোনা, সঙ্গে ছিল ঝড়ো বাতাস। আগামীকাল এমন হলে খেলা না হওয়ার আশঙ্কাই বেশি।
গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের দিন বৃষ্টির ফলে বাংলাদেশ এক পয়েন্ট পেলেও বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টি হবে না- এমনটাই এখন প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের সমর্থক-শুভাকাঙ্খীরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আপনার মন্তব্য