সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৫ ১৩:৫৯

বাজে আম্পায়ারিংয়ের খেসারত দিল বাংলাদেশ: ভারত ৩০২

এমন বাজে আম্পায়িং দেখে ধারাভাষ্যবক্সে থাকা শ্যেণ ওয়ার্ণ প্রশ্ন করে বলেন এই বল কীভাবে নো-বল হয়, এটা কোনক্রমেই কোমরের ওপরে ছিল না। আলিমদারের মতো একজন আম্পায়ারের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসা হতাশাজনক। বলটা তখন নিচু হয়ে নামছিল। 

এর আগে সুরেশ রায়নার প্যাডে বল লাগা মাত্র মাশরাফি আবেদন করেন, আম্পায়ার ইয়ান গৌল্ড আউট না দিলে বাংলাদেশ রিভিউয়ে যায়। রিভিউয়ে দেখা যায় বল লেগস্ট্যাম্প বরাবর ছিল, উইকেটেই আঘাত হানত কিন্তু সে রিভিউয়েও সাড়া দেননি আম্পায়ার।

এই যখন ফিল্ড ও থার্ড আম্পায়ারের অবস্থা তখন বাংলাদেশ দলের অবস্থা সহজেই অনুমেয়।

আম্পায়ারের বদান্যতা আর রোহিত শর্মার ভালো ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০২। বিরতির পর বাংলাদেশ ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে কোয়ার্টার-ফাইনালে টস জিতে ব্যাটিং নেয় ভারত।

১৭তম ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন সাকিব। তার বল এগিয়ে এসে খেলতে গিয়ে বলে ব্যাট ছোঁয়াতে পারেননি শিখর ধাওয়ান। সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে স্টাম্পিং করে তাকে ফেরান মুশফিকুর রহিম।শিখর ধাওয়ান করেন ৩০ রান। পরের ওভারে ভারতকে বড় একটা ধাক্কা দেন রুবেল হোসেন। অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে মুশফিকের ক্যাচে পরিণত হন বিরাট কোহলি।তখন কোহলির রান মাত্র ৩।

২৮তম ওভারে অজিঙ্কা রাহানেকে ১৯ রানে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। তার বল তুলে মারতে গিয়ে সাকিবের তালুবন্দি হন রাহানে। বাঁদিকে অনেকটা সরে গিয়ে লুফে নেন সাকিব। এছাড়া সুরেশ রায়না ৬৫ রান, ধোনি ৬ রান করে আউট হন। জাদেজা ১০ বলে ২৩ এবং অশ্বিন ৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৩ উইকেট, এছাড়া মাশরাফি রুবেল ও সাকিব ১টি করে উইকেট নেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে শেষ ১০ ম্যাচের সাতটিতেই জিতেছে আগে ব্যাট করা দল। টসের সময় মাশরাফি জানান, এমসিজিতে প্রথমে ব্যাট করার ইচ্ছে ছিল বাংলাদেশেরও।

 

আপনার মন্তব্য

আলোচিত