সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৫ ২১:৫১

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

বৃহস্পতিবার বিকেলে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির আয়োজন করেছে ‘সিলেট ব্যাডমিন্টন একাডেমি’। একাডেমির শিক্ষার্থীরা চ্যাম্পিয়নশীপে বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছেন চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী দিনে ফারিবা’স রয়্যাল দল গ্র্যান্ড সিলেটের এবং লায়ন ক্লাব দল এসপি ফাইটার দলের মুখোমুখি হয়।

চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হানিফ আলম চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, লিলিং স্পোর্টসের সিইও ওয়াহিদুর রহমান রাজু, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ওয়াহিদুজ্জামান ভূট্টো। সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদের সভাপতিত্বে ও রিয়েলটাইমস২৪ এর প্রধান সম্পাদক মঈন উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক নজরুল ইসলাম, সুহেদ আহমদ, কয়েছ চৌধুরী, যিশু দেব, চন্দ্র শেখর, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাকটর নাজিয়া শারমীন জেনী প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ আহমেদ জুলকারনাইন।

আপনার মন্তব্য

আলোচিত