স্পোর্টস ডেস্ক

০৯ আগস্ট, ২০১৬ ১৮:৩৪

নেইমারের সাথে মার্তার তুলনা, ক্ষুব্ধ ব্রাজিল কোচ

রিও অলিম্পিকে ফুটবলের সোনা জিততে নেইমার কাছে অনেক বড় আশা ছিল ব্রাজিলের। এখনও পর্যন্ত সেই আশা পূরণের পথে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

চলতি অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে ইরাকের সঙ্গেও একই ফল নিয়ে মাঠ ছেড়েছে সেলেকাওরা।

ছেলেদের ফুটবলে ব্রাজিলকে জয় এনে দিতে পারেননি নেইমার। তবে মেয়েদের ফুটবলে সেলেকাওদের সফলতা এনে দিয়েছেন মার্তা। তার অসাধারণ নৈপুণ্যে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। খেলার সময়ই মাঠে দর্শক বারবার বলছিলেন, ‘নেইমারের চেয়ে মার্তা অনেক ভালো।’

ছেলেদের ফুটবলের সঙ্গে মেয়েদের ফুটবলকে তুলনা করায় বেজায় চটেছেন ব্রাজিলের কোচ রোজারিও মিকেলে। বেশ রেগেই কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তবে ব্রাজিলিয়ান মেয়েদের অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। বলেছেন, “আপনি মেয়েদের ফুটবলের সঙ্গে ছেলেদের ফুটবলকে তুলনা করতে পারেন না। কিন্তু দুর্দান্ত পারফর্ম করায় তাদেরকে (মেয়েদের) আমরা অভিনন্দন জানাই।”

আপনার মন্তব্য

আলোচিত