সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৭

বিপিএলের নিলাম আজ, নেই সিলেট সুপারস্টারস

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর চতুর্থ আসরে ক্রিকেটারদের নিলাম আজ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে ১৪৫ জন দেশি ও ১৬৮ জন ক্রিকেটার নিলামে উঠবে।

বিপিএলের এই আসরে অংশ নিচ্ছে সাতটি দল। তৃতীয় আসরে অংশ নেয়া সিলেট সুপারস্টারস এবার বাদ পড়েছে বিসিবির সঙ্গে নানা চুক্তি ভঙ্গের অভিযোগে। আর বিপিএলে নতুন নাম নিয়ে এই আসরে যাত্রা শুরু করছে খুলনা ও রাজশাহী।

এরই মধ্যে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও কুমার সাঙ্গাকারাদের মতো তারকা ক্রিকেটাররা নিলামের আগেই দল নিশ্চিত করেছেন।

এমনকি নতুন পুরানো সব দলই এরই মধ্যে বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারকেও দলে চুক্তিবদ্ধ করেছে। তাই নিলামের রং কিছুটা হারাচ্ছে।

দেশি ক্রিকেটারদের তালিকা থেকে সাত ‘এ প্লাস’ ক্রিকেটার এরই মধ্যে নিজেরা স্বাধীনভাবে দল বেছে নেয়ার সুযোগ পেয়েছে বলে নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই সঙ্গে নতুন নিয়ম অনুসারে পুরানো পাঁচটি দল শেষ আসরে খেলা ২ জন করে ১০ ক্রিকেটারকে দলে রেখে দিয়েছেন। যে কারণে মোট ১৭ জন দেশি তারকা ক্রিকেটার থাকবেন না এই নিলামে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আরো জানানো হয়েছে এরই মধ্যে ৩৮ জন বিদেশি ক্রিকেটারও দল নিশ্চিত করেছে নিলামের আগেই।

আগামী ৪ঠা নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর। তৃতীয় আসরে না থাকলেও চতুর্থ আসর থেকে ফিরছে খুলনা ও রাজশাহী।

আপনার মন্তব্য

আলোচিত