স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০১৬ ০১:২৩

মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরা দর্শককে থানায় নিয়ে গেছে পুলিশ

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা তরুণকে থানায় নেওয়া হয়েছে।

মেহেদি হাসান নামের ওই তরুণ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মিরপুর থানার এসআই অজিত কুমার রায় জানান।

তিনি বলেন, “তাকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি।”

শনিবার রাতে আফগানিস্তানের রান তাড়ার সময় ২৯তম ওভারে হঠাৎ মাঠে ঢুকে পড়েন ওই তরুণ।

মিড অনে দাঁড়নো মাশরাফি বিন মুর্তজার দিকে ছুটে যান তিনি। এ ঘটনার আকস্মিকতায় খানিকটা ভড়কে যাওয়া মাশরাফিকে প্রথমে দুই হাত উঁচিয়ে তাকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। তবে তিনি দৌড়ে গিয়ে বাংলাদেশ অধিনায়ককে জড়িয়ে ধরলে তিনিও তাকে জড়িয়ে ধরেন।

এর মধ্যে নিরাপত্তাকর্মীরা ছুটে গেলে তাদের কাছ থেকে খানিকক্ষণ ওই তরুণকে আগলে রাখেন মাশরাফি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান।

আপনার মন্তব্য

আলোচিত