স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০১৬ ১৯:৪৯

রানের পাহাড় গড়েও ইংল্যান্ডের কাছে হারলো বিসিবি একাদশ

প্রস্তুতি ম্যাচে রানের পাহাড় গড়েও ইংল্যান্ডের কাছে হেরে গেছে বিসিবি একাদশ। বিসিবির দেয়া ৩১০ রানের লক্ষ্যে ২৩ বল আর ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় সফরকারীরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন। ওপেনার ইমরুল কায়েসের ঝড়ো শতক এবং মুশফিকুর রহিম ও নাসির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান করে বিসিবি একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন ইমরুল কায়েস। এছাড়া মুশফিক ৫১ ও নাসির ৪৬ রান করেন।

৩১০ রানের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের শুরুটা ভালোই হয়। ওপেনিং জুটিতে আসে ৭২ রান। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ভিন্স ৪৮ রানে আউট হন। দ্রুতই ফিরে যান বেন ডাকেট ও জনি বেইস্ট্রো।

বেন স্টোকস কিছুটা প্রতিরোধ গড়লেও আউট হয়ে যান ২৮ রান করে। এরপর জস বাটলার ও মঈন আলীর ১৩৯ রানের জুটিতে ভর করে ৪৬ দশমিক ১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৩ রান করে জয় তুলে নেয় ইংল্যান্ড। মঈন করেন ৭০ রান আর বাটলার অপরাজিত থাকেন ৮০ রান করে।

আগামী ৭ অক্টোবর মিরপুরে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ।

আপনার মন্তব্য

আলোচিত