স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০১৬ ০১:১২

ইতিহাসে প্রথমবারের মত ভুটানের কাছে হার, ফুটবলে লজ্জার অধ্যায়

ইতিহাসে প্রথমবারের মত দুর্বল ভুটানের কাছে হারল বাংলাদেশ ফুটবল দল। তাও ৩-১ গোলের বড় ব্যবধানে। ফলে এশিয়ান কাপের বাছাইপর্বেই যেতে পারল না মামুনুলরা। বাংলাদেশের ফুটবলে এতটা বাজে সময় আর আসেনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগে ড্র করায় বাছাইপর্বে উঠতে কমপক্ষে ১-১ গোলের ড্রয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ভুটানের থিম্পুতে আগোছালো খেলায় সব আশা শেষ হয়ে যায়।

পঞ্চম মিনিটেই কর্নার থেকে উড়ে আসা বল জিগমে দর্জি হেড করে জালে পাঠিয়ে ভুটানকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে দর্জির হেড রানা ফেরালে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতীর পর কিছুটা ভাল খেলে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেইন্ট ফিটের শিষ্যরা। ৬৩ মিনিটে মিশু গোল করে খেলায় ব্যবধান কমান। তবে ৭৪ মিনিটে আরও এক গোল খায় বাংলাদেশ।

৭৯ মিনিটে ভুটান পেনাল্টি পেলেও গোলরক্ষকের দক্ষতায় হালি পুরন করতে পারেনি ভুটানিরা।

আপনার মন্তব্য

আলোচিত