সিলেটটুডে ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৬ ০১:৫২

ফিফায় আর্জেন্টিনার হয়ে কথা বলার কেউ নাই : ম্যারাডোনা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় আর্জেন্টিনার হয়ে কথা বলার কেউ নাই বলে হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তার শঙ্কা ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা খেলারই সুযোগ পাবে না। ম্যারাডোনা উদ্বিগ্ন, কারণ তিনি দেখছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায় আর্জেন্টিনার স্বার্থের পক্ষে কথা বলার লোক নেই।

অবৈধ খেলোয়াড় খেলানোর শাস্তি হিসেবে বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়ার ৪ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। এতে বেশ ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনা। বলিভিয়ার পয়েন্ট হারানোয় আর্জেন্টিনাকে গোল ব্যবধানে টপকে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকা বিজয়ী চিলি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এর পেছনে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অযোগ্যতা, অদক্ষতা ও দুর্নীতিরই দায় দেখছেন, ‘ফিফায় আমাদের পক্ষে দাঁড়াবার কেউ নেই। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে যা যা ঘটছে, তাতে চিন্তিত না হয়ে থাকা যায় না।’

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের দুর্নীতিবাজ কর্তাদের জন্যই ফিফায় কথা বলার মুখে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যারাডোনার মতে, ফিফায় এএফএর অযোগ্য লোকজন পাঠানোর খেসারত দিচ্ছে আর্জেন্টিনা, ‘যা তা লোকজন নিয়ে এএফএ গঠিত। এদের কারণে আমরা কেবল বিশ্বকাপে খেলার যোগ্যতাই আমরা প্রায় হারাতে বসিনি, হারাতে বসেছি বয়সভিত্তিক সব স্তরে খেলার যোগ্যতা।’

আপনার মন্তব্য

আলোচিত