স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৬ ০১:৪৮

আজ থেকে বিপিএল শুরু

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আজ শুক্রবার (৪ নভেম্বর)।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে সাতটি দল নিয়ে। দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দলই গড়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। ম্যাচ দুটি শুরু হবে যথাক্রমে দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সোয়া সাতটায়।

৯ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।

এবারের বিপিএলে নেই সিলেটের কোনো দল।

এক নজরে বিপিএলের চতুর্থ আসরে কে কোন দলে-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
আইকন: মাশরাফি বিন মুর্তজা
এছাড়াও আছেন ইমরুল কায়েস, লিটন দাস, আল আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিমউদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, খালিদ লতিফ, শাহজাইব হাসান, জেসন হোল্ডার, রশিদ খান, রোভম্যান পাওয়েল।

বরিশাল বুলস:
আইকন: মুশফিকুর রহিম
এছাড়াও আছেন আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, মনির হোসেন খান, শাহরিয়ার নাফীস, দিলশান মুনাবিরা, মোহাম্মদ নওয়াজ, কার্লোস ব্রাফেট, জশুয়া কব, রুম্মান রইস খান।

রংপুর রাইডার্স:
আইকন: সৌম্য সরকার
এছাড়াও আছেন আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান, শহিদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সাচিত্রা সেনানায়েকে, জিহান রুপাসিংহে ও লিয়াম ডসন।

ঢাকা ডায়নামাইটস:
আইকন: সাকিব আল হাসান
এছাড়াও আছেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা, সিকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, উসামা মীর।

চিটাগং ভাইকিংস:
আইকন: তামিম ইকবাল
এছাড়াও আছেন তাসকিন আহমেদ, এনামুল হক, আবদুর রাজ্জাক, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী, গ্রান্ট এলিয়ট, ইমরান খান, জীবন মেন্ডিস, টিমেল মিলস।

খুলনা টাইটান্স:
আইকন: মাহমুদউল্লাহ
এছাড়াও আছেন মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আবদুল মজিদ, অলক কাপালী, মোহাম্মদ হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নুর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান, আবদুল হালিম, নিকোলাস পোরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, বেন লফলিন, আন্দ্রে ফ্লেচার, জুনাইদ খান।

রাজশাহী কিংস:
আইকন: সাব্বির রহমান
এছাড়াও আছেন নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, আবুল হাসান, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন, ড্যারেন স্যামি, উমর আকমল, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।

আপনার মন্তব্য

আলোচিত