স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৬ ১২:৫৯

মেসির ৫০০ গোলের ম্যাচে বার্সেলোনার জয়

বার্সেলোনার জার্সিতে মেসি প্রথম গোল করেছিলেন ২০০৫ সালের ১ মে। সেই শুরু থেকে মেসি রোববার (৬ নভেম্বর) সেভিয়ার বিপক্ষে ছুঁলেন অনন্য এক মাইলফলক। নেইমারের দারুণ এক পাস থেকে পিছিয়ে থাকা বার্সাকে সমতায় ফেরালেন। আর নিজে স্পর্শ করলেন বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক।

বার্সেলোনার ওয়েবসাইট জানাচ্ছে, মেসির ৫০০ গোলের মধ্যে ৩২০টি গোল লা লিগায়, চ্যাম্পিয়নস লিগে ৯০টি, ৩৯টি কোপা ডেল রেতে, ১২টি স্প্যানিশ সুপার কাপে, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপে ও ৩টি উয়েফা সুপার কাপে। সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সার হয়ে মেসির ৪৬৯ গোল। বাকি ৩১টি গোল মেসি করেছেন প্রীতি ম্যাচে।

লা লিগায় রোববারের ম্যাচে খেলার ১৫ মিনিটে ভিতিলোর গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। মেসির গোলেই খেলায় ফেরে বার্সেলোনা। প্রথমার্ধের ৩৭ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে ১-১ সমতায় ফেরান বার্সেলোনাকে। আর ৬১ মিনিটে মেসির পাস থেকে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন সুয়ারেজ। আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বার্সা। 

আপনার মন্তব্য

আলোচিত