স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৬ ১২:৪৫

ব্রাজিলের ক্লাব ফুটবলারদের বহনকারী বিমান বিধ্বস্ত

ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ ৭২ জন যাত্রী নিয়ে কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টাr দিকে রাশিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার রাজধানী মেডেলিনের বিমানবন্দরের দিকে যাওয়ার পথে ওই বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে। আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটিতে ব্রাজিলের ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলাররা ছিলেন। তারা বুধবার কোপা সুদামেরিকা কাপের ফাইনালে কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে খেলতে মেডেলিনে যাচ্ছিলেন।

বিমানটিতে থাকা ফুটবলাররা হলেন- ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল, থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস, নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান।

আপনার মন্তব্য

আলোচিত