ক্রীড়া প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০১৬ ২১:৪৬

রাহির দুর্দান্ত বোলিংয়ে সিলেটের দিন

ঢাকা ডায়নামাইটসের বিপিএলে আলো ছড়িয়েছিলেন আবু জায়েদ রাহি।  সেই ধারাবাহিকতা রাখলেন জাতীয় লীগেও। সিলেটের এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০৪ রানে গুটিয়ে গেছে দ্বিতীয় স্তরে তালিকার শীর্ষে থাকা রাজশাহী। রাজশাহীর মূল হন্তারক রাহি নিয়েছেন ৬ উইকেট।

মঙ্গলবার (২০ ডিসেম্বর)  বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক অলক কাপালী। অধিনায়কের সিদ্ধান্তের কার্যকারিতা শুরুতেই দিতে থাকেন রাহি। ১৬ ওভার বল করে ৪৮ রান দিয়ে ৬ উইকেট
নেয়া রাহির পেসের কোন জবাব ছিল না রাজশাহীর কাছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ফরহাদ হোসেন। রাহি ছাড়াও ১ উইকেট করে নিয়েছেন খালেদ, শাহানুর, রাহাতুল ফেরদৌস।


দিনশেষে প্রথম ইনিংসে তান্না ও জাকিরের উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে সিলেট। ৩০ রান করে সায়েম আলম রিজভী ও ১ রান নিয়ে ব্যাট করছে রাহাতুল ফেরদৌস জাভেদ।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস: ৬৫.৫ ওভারে ২০৪ (মাইশুকুর ০, মিজানুর ৩২, জুনায়েদ ২৬, ফরহাদ ৩৫, জহুরুল ১২, হামিদুল ২১, রেজা ১৬, সানজামুল ২০, মুক্তার ২৯, সাকলাইন ৪*, মামুন ০; হাসান ০/২০, জায়েদ ৬/৪৮, খালেদ ১/৪৯, শাহানুর ১/৫৩, রাহাতুল ১/৩০)

সিলেট ১ম ইনিংস: ১৫ ওভারে ৪৩/২ (ইমতিয়াজ ২, সায়েম ৩০*, জাকির ৮, রাহাতুল ১*; রেজা ২/২৬, মামুন ০/৩, মুক্তার ০/১২) 

আপনার মন্তব্য

আলোচিত