ক্রীড়া প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০১৬ ০৫:০৭

জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৪২ রানের কঠিন চ্যালেঞ্জ

টম লেথামের সেঞ্চুরি, কলিন মনরোর বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশকে ৩৪২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। ইনজুরি কাটিয়ে ফিরে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবু তার কাটার-স্লোয়ারেও বেঁধে রাখা যায়নি ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং ঝড়।

ক্রাইশ্চচার্চের হেগলি ওভালের মেঘলা সকালে টস জিতে ব্যাটিং নেন কিউই অধিনায়ক উইলিমামসন। দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লেথাম ও গাপটিল। তবে বিপদজনক স্লোয়ার-কাটারে ফিরিয়ে প্রথম উইকেট নেন মোস্তাফিজ। উইলিয়ামসনকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট নেন তাসকিন।

বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাকিবও। তবে লেথামের সাথে কলিন মনরো দেড়শ রানের জুটিতেই বিশাল সংগ্রহের ভিত্তি পায় স্বাগতিকরা। খুনে মেজাজে ব্যাট করা কলিন মানরোকে ফিরিয়ে দিয়ে দেড়শ’ ছাড়ানো জুটি ভাঙেন সাকিব আল হাসান।

শেষ দিকে তাসকিন, মোস্তাফিজ ও সাকিব আরও ১টি করে উইকেট নিলেও ৭ উইকেট হারিয়ে ৩৪১ রানের পাহাড়ে চড়ে বসে নিউ জিল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত