ক্রীড়া প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০১৬ ১২:১৩

নাটকীয় ব্যাটিং ধসে সিরিজ হারল বাংলাদেশ

২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে ফেলেছিল। এই অবস্থা থেকে না জেতাটাই কঠিন। সে কঠিন কাজটি আবার করে দেখালো বাংলাদেশ।

তালগোল পাকিয়ে আর ৮০ রান তুলতে হারালো বাকি ৯ উইকেট। ফলে ৬৭ রানের এই পরাজয়ে সিরিজও হারল মাশরাফির দল।

নিউ জিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে না দিয়ে বোলাররা অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। টপ অর্ডারের শুরুটাও হয়েছিল ভালো কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল।

১৬ রান করে তামিম ফিরে গেলেও ইমরুল ও সাব্বির ৬৫ রানের জুটি গড়ে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে এরপরই গড়বড় হয়ে গেল সব। ফিল্ডারের হাতে বল রেখে আচমকাই দৌড় দিয়ে সাব্বিরকে রান আউট করানোর পর একাধিক ক্যাচ দিয়েও বেছে যাওয়া ইমরুল বেশিক্ষন টিকতে পারেন নি। ৫৯ রান করে ইমরুল ফিরে যাওয়ার আগেই অবশ্য উইলিয়ামসের বলে অকারনে তুলে মারতে গিয়ে আউট হন সাকিব। টিকতে পারেননি মোসাদ্দেক সৈকত ও তানভির হায়দারও। শেষ দিকে অভিষিক্ত নুরুল হাসান সোহান ২৪ ও অধিনায়ক মাশরাফি ১৭ রান করলে ১৮৪ পর্যন্ত যায় বাংলাদেশের ইনিংস।


এর আগে টস হেরে ব্যাট করে স্বাগতিকরা নেইল ব্রুমের শতকে ২৫১ রান তুলে। শুরু থেকেই চমৎকার লাইন-লেন্থে বল করেন মাশরাফি ও শুভাশিস। ৩ উইকেট নিয়ে বোলিংয়ে সবার সেরা মাশরাফিই।

আপনার মন্তব্য

আলোচিত