ক্রীড়া প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪১

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের এ দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক সৌরভ।

এছাড়া চোটের কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলা লিটন কুমার দাসও ফিরেছেন এই দলে। সর্বশেষ টেস্ট তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একইভাবে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠায় এই সফরে ডাক পেয়েছেন শফিউল। তিনি নিউজিল্যান্ড সফরেও ছিলেন। কিন্তু চোটের কারণে তার জায়গায় খেলেন রুবেল হোসেন।

এর আগে ৩১ জানুয়ারি বিরাট কোহলিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বুধবার শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভারতের উদ্দেশে রওয়ানা হবে। সেখানে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটির ভেন্যু হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম।

ভারত সফরে ৫ ফেব্রুয়ারি স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল:  মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শুভাশিস রায়।

আপনার মন্তব্য

আলোচিত