স্পোর্টস ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:০৬

সৌম্য সরকারের অর্ধশতক, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ভারত সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সৌম্য সরকার। তবে তার হাফ সেঞ্চুরির পরও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের একমাত্র টেস্টের আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ (রোববার) মাঠে নেমেছে বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে চলছে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ। ম্যাচে দুটি দলই একদিন করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। দলীয় ২২ রানে ইমরুল কায়েসের উইকেট হারায় সফরকারীরা। মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেওয়ার আগে ১২ বলে ৪ রান করেন ইমরুল।

তামিম ধীরেসুস্থে খেললেও সৌম্য সরকার করছিলেন আক্রমনাত্মক ব্যাটিং। দলীয় ৪৪ রানে অনিকেত চৌধুরীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ২৩ বলে ৩ চারে ১৩ রান করেন এই ওপেনার।

দুই ওপেনার ফিরে গেলেও সৌম্য সরকার দলকে বেশ ভালো সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৬০ বলে নয় চার ও একটি ছয়ে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যক্তিগত ৫২ রানে এলবিডব্লিউর শিকার হওয়ার আগ পর্যন্ত দারুণ খেলছিলেন সৌম্য।

এর আগে বাংলাদেশের স্কোর যখন ৭২ রান, তখন অনিকেতের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুমিনুল হক (৫)। এরপর ভালো ব্যাট করতে থাকা মাহমুদুল্লাহ সাজঘরে ফেরেন ২৩ রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৩৫। ব্যাট করছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম (৪৪) ও সাব্বির রহমান (২২)। ম্যাচে দলে থাকলেও এখনো ব্যাট করতে নামেননি সাকিব আল হাসান।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ভারতীয় ‘এ’ দল : অভিনব মুকুন্দ, প্রিয়ঙ্ক পাচাল, শ্রেয়াশ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, উশব প্যান্ট, ইশান কিষাণ, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অনিকেত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

সূত্র: ক্রিকইনফো 

আপনার মন্তব্য

আলোচিত