ক্রীড়া প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:১৬

তিন দায়িত্বে ক্লান্ত পাপন

সংসদ সদস্য, ক্রিকেট বোর্ডের সভাপতি আবার বেক্সিমকোর শীর্ষ কর্মকর্তা। এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে ক্লান্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। একসঙ্গে তিন দায়িত্ব আর বেশি দিন পালন করা সম্ভব নয় জানিয়ে বলেছেন, ‘কিছু একটা তো ছাড়তেই হবে।’

সোমবার দুপুরে হঠাৎ সাংবাদিকদের তলব। আইসিসি সভা নিয়ে কথা বলবেন বোর্ড সভাপতি। তবে সেটা বিসিবিতে নয়, বেক্সিমকোর ধানমন্ডির অফিসে। ক্রিকেট সংক্রান্ত সংবাদ সম্মেলন অন্য অফিসে কেন এ নিয়ে সমালোচনা আছে অনেকদিন থেকেই। তিন দায়িত্বের গোলমেলে পরিস্থিতি স্বীকারও করে নিলেন তিনি।  

আইসিসি সভায় নতুন নীতির কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত। নতুন নীতিতে খেলা বাড়বে বাংলাদেশের, বাড়বে আয়ও। সেসব আবার শোনালেন তিনি। তবে সব ছাপিয়ে তার তিন পদের ভার সামালোনই উঠে এল মূল আলোচনায়।

বললেন,  ‘আমি চাকরি করি আবার একটি এলাকার সংসদ সদস্যও। আমাকে সংসদে যেতে হয়। কিন্তু বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এলাকার কাজে একদমই সময় দিতে পারছি না।’

তিনি বলেন,  ‘আইসিসির সভা শেষ করে দুবাই থেকে মাত্র ফিরেছি। এখন আবার টেস্ট উপলক্ষে হায়দরাবাদে যাব। সেখান থেকে এসেই পেশাগত কাজে আবারও দেশের বাইরে যেতে হবে। অনেক বেশি ট্রাভেলিং করতে হচ্ছে আমাকে। এই বয়সে এত ট্রাভেলিং করা কঠিন।’

২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেটের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। সংবিধান অনুযায়ী এ বছরের অক্টোবরেই পূর্ণ হচ্ছে তার চার বছরের মেয়াদ। কোন দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান সেটাই এখন দেখার বিষয়।

আপনার মন্তব্য

আলোচিত