স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১০:১০

বিরুদ্ধ স্রোতের যাত্রী মুশফিকের দুর্দান্ত শতক

ভারতের বিরুদ্ধে চলমান টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিম দুর্দান্ত শতরান করেছেন।

ধৈর্যের প্রতিমূর্তি আর বিরুদ্ধ স্রোতের যাত্রী হয়ে উইকেটে দাঁড়ানো মুশফিক ২৩৫ বলে ১৩ চার ও একটি ছক্কার সাহায্যে তাঁর শতরান পূর্ণ করেন।

মুশফিক শেষ পর্যন্ত আউট হন ব্যক্তিগত ১২৭ রানে। এ রান করতে তিনি বল খেলেন ২৬২টি; ১৬ চার আর ২ ছক্কায় সাজানো ছিল তাঁর এ সংগ্রামী ইনিংস।

বাংলাদেশ অলআউট হয় ৩৮৮ রানে। ২৯৯ রানে এগিয়ে থাকা ভারত বাংলাদেশকে ফলোঅন করায় নি। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বড় একটা লক্ষ্য সামনে দেবে বাংলাদেশের।

এর আগে ম্যাচের তৃতীয় দিনের মুশফিক বাংলাদেশের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন।

প্রথম ইনিংসে ভারতের রান পাহাড়ের জবাবে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমে শুরুতেই মেহেদি হাসান মিরাজ আঊট হয়ে গেলে ফলোঅনের শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশ।

মিরাজ আগের দিনের ৫১ রানের সঙ্গে আর কোন রান যোগ করতে পারেন নি।

মিরাজের আউটের পর উইকেটে আসেন তাইজুল ইসলাম। স্পেশালিস্ট বোলার হিসেবে ব্যাটে কী করার থাকে তাঁর। তবু সাধ্যমত চেষ্টা করে গেছেন। খেলেছেনও ৩৮ বল; রান করেছেন ১০টি। এরপর উইকেটে আসেন তাসকিন আহমদ। তিনিও আউট হয়ে গেলে বাংলাদেশ অলআউট হওয়ার আগে করে ৩৮৮ রান।

আপনার মন্তব্য

আলোচিত