স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৩৯

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেলো বাংলাদেশের নারীরা

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরের সুপার সিক্সেও রুমানা-সালমারা শুরুটা দারুণভাবে করেছেন। হারিয়েছেন আয়ারল্যান্ডকে। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ।

বুধবার শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের করা ১৪৪ রানের জবাবে বাংলাদেশ দল মাত্র তিন উইকেট হারিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়।

ম্যাচে লক্ষ্যটা ছোট হওয়ায় বাংলাদেশকে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি। ওপেনার শারমিন আক্তার ৫২ রানের একটা ইনিংস খেলে দলের জয়টাকে অনেকটাই সহজ করে দেন। পরে ফারজানা হক (৩৪) ও রুমানা ইসলাম (২৪) দুটি হার-না-মানা ইনিংস খেলে বাকি কাজটা শেষ করেন।

এর আগে সাবেক অধিনায়ক জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড অল্প রানে গুটিয়ে যায়। ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে জাহানারা তিন উইকেট তুলে নেন। এ ছাড়া পান্না, রুমানা ও খাদিজা নেন একটি করে উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত