ক্রীড়া প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:৩৩

শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলতে ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূচি চূড়ান্তের কথা জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। টেস্ট খেলার মধ্যে থাকায় টেস্ট দিয়েই ৭ মার্চ সিরিজ শুরু হবে।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ থেকে ১১ মার্চ হবে প্রথম টেস্ট। ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে নামবে মুশফিকের দল।

টেস্টের পর কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৫ মার্চ প্রেমাদাসা স্টেডিয়ামে রঙিন পোশাকে নামবে দুদল।  ২৮ মার্চ ও ১ এপ্রিল হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৪ ও ৬ এপ্রিল টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে মাসব্যাপী লঙ্কা সফর।

শ্রীলঙ্কা সফর
প্রথম টেস্ট ৭ থেকে ১১ মার্চ (গল)
দ্বিতীয় টেস্ট ১৫ থেকে ১৯ মার্চ ( পি সারা ওভাল, কলম্বো)

প্রথম ওয়ানডে- ২৫ মার্চ (প্রেমেদাসা, কলম্বো)
দ্বিতীয় ওয়ানডে- ২৮ মার্চ (ভেন্যু ঠিক হয়নি)

তৃতীয় ওয়ানডে- ১ এপ্রিল (ভেন্যু ঠিক হয়নি)        
প্রথম টি-টুয়েন্টি- ৪ এপ্রিল (ভেন্যু ঠিক হয়নি)
দ্বিতীয় টি-টুয়েন্টি- ৬ এপ্রিল (ভেন্যু ঠিক হয়নি)

আপনার মন্তব্য

আলোচিত