স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০১৭ ১৭:০১

শ্রীলঙ্কাকে হারানো অসম্ভব নয় : মুশফিক

মঙ্গলবার শুরু ১ম টেস্ট

ফাইল ছবি

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় আছে। মঙ্গলবার (৭ মার্চ) গলে প্রথম টেস্টে লংকানদের মুখোমুখি হবে টাইগাররা।

ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী টাইগারদের অধিনায়ক মুশফিকুর রহিম। এই গলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। প্রথম টেস্টের আগে সোমবার (৬ মার্চ) সংবাদ সম্মেলনে হাজির হয়ে সেই আত্মবিশ্বাসের কথা জানালেন দলপতি।

মুশফিক বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকে ভালো ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। তাদের দলে বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। তাদের হারানোটা কঠিন হবে। তবে অসম্ভব নয়।

তিনি বলেন, তামিম, সাকিব, মুমিনুলসহ সবাই ফর্মে রয়েছেন। টেস্টে তারা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে ভালো কিছুই হবে।

১ম টেস্টের একাদশ নিয়ে মুশফিক বলেন, দলের সবাই প্রস্তুত। সবাই ফিট রয়েছেন। আজও আমাদের অনুশীলন রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করবো। তারপরই দল সাজানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিজের উইকেট কিপিং ছাড়ার বিষয়ে মুশফিক জানান, দল চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে অবদান রাখতে চান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত