স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল, ২০১৮ ০৩:০৭

সেভিয়াকে টপকে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার-ফাইনালে সেভিয়ার বিপক্ষে প্রথম লেগ ২-১ গোল জেতা বায়ার্ন পৌঁছেছে শেষ চারে।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে প্রথম আক্রমণটা করে বায়ার্নই। তবে জবাব দিতে মোটেও সময় নেয়নি সেভিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণে দ্রুত জমে উঠে ম্যাচ। দুই দলই প্রতিপক্ষের রক্ষণে প্রবল চাপ তৈরি করে। তবে প্রথমার্ধে গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পেরেছে কমই।

আক্রমণে একটু এগিয়ে ছিল কদিন আগে বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত করা বায়ার্ন। ৩৮তম মিনিটে দলটি গোল পেয়েই যাচ্ছিল। ফ্রাঙ্ক রিবেরিকে সেবার হতাশ করেন সেভিয়া গোলরক্ষক দাভিদ সোরিয়া।

৪৫তম মিনিটে দারুণ এক স্লাইডে সেভিয়ার চমৎকার একটি আক্রমণ ব্যর্থ করে দেন রাফিনিয়া।

৪৯তম মিনিটে রাফিনিয়ার ক্রস একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। দশ মিনিট পর একটুর জন্য এগিয়ে যেতে পারেনি সেভিয়া। এভার বানেগার ফ্রি কিকে আনহেল কোররেয়ার হেড ফিরে বারে লেগে।

দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ হাতছাড়া করে দুই দল। ম্যাচের শেষ দিকে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন হোয়াকিন কোররেয়া।

আপনার মন্তব্য

আলোচিত