ক্রীড়া প্রতিবেদক

১৩ মে, ২০১৮ ১৩:১২

টাইগারদের প্রাথমিক অনুশীলন ক্যাম্প শুরু

আসছে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই এর মধ্যেই ৩১ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সমন্বয়েই আজ রোববার (১৩ মে) থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

তবে আইপিএলে অংশ নেয়ায় আজকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে আপাতত যোগ দিতে পারেননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এদিকে চোটে পড়া ক্রিকেটাররাও নিজেদের ফিট করে যোগ দিয়েছেন প্রাথমিক দলের অনুশীলনে।

দীর্ঘ ৬ মাস চলে গেলেও প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। সকালে টাইগারদের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ক্যাম্পে বিপ টেস্ট দিয়ে শুরু ক্যাম্প। তার এক সপ্তাহ পর দলের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশকে পাবে টাইগাররা। এরপর শুরু হবে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং পর্ব।

৩১ জনের প্রাথমিক দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাইম হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, সাদমান ইসলাম এবং ইয়াসিন আরাফাত।

আপনার মন্তব্য

আলোচিত