স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০১৮ ২৩:৪৫

যে হিসাবে এগিয়ে ব্রাজিল-স্পেন

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বেশ আগে থেকেই, মাসের কম সময় বল মাঠে গড়ানোর। চলছে নানা হিসাবনিকাশ, বিশ্লেষণ।

সাবেক তারকা, কোচ কিংবা বিশ্লেষকদের চোখে ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা এগিয়ে আছে। কেউ কেউ আবার ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামকে ফেভারিট ভাবছেন। তবে এর একটি গাণিতিক বিশ্লেষণ করেছে ব্রাজিল। দেশটির ফলিত গণিত স্কুলে এই বিশ্লেষণ করা হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সুযোগ ব্রাজিলের। এরপরের নাম স্পেন, ফ্রান্সের। তবে জার্মানি, আর্জেন্টিনাও বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে রাশিয়ায়।

ফলিত গণিতের ওই বিশ্লেষণে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জেতার সুযোগ ২১ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। তাদের সম্ভাবনা ১৩.৫ ভাগ। এরপরেই আছে জার্মানির নাম। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১১.৪ শতাংশ সুযোগ আছে রাশিয়া জয় করায়।

এরপরের আছে ফ্রান্স এবং আর্জেন্টিনা। এমবাপ্পে-গ্রিজম্যানের বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরার সুযোগ আছে ৯.৫ ভাগ। আর মেসির আর্জেন্টিনার সুযোগ ৮.৫ ভাগ। এরপর আছে মেসির রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী রোনালদোর সম্ভাবনা। রোনালদোর দেশ পর্তুগালের বিশ্বকাপ উচিয়ে ধরার সম্ভাবনা ৫ ভাগ।

এছাড়া ইউরোপে যেহেতু বিশ্বকাপ হচ্ছে ইংল্যান্ড, বেলজিমায়ের ভালো সুযোগ আছে কাপ জয়ের। ইংল্যান্ডের সে সুযোগ আছে ৪.৮ ভাগ। বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়ামের সুযোগ ৪.৩ ভাগ। আর সুইডেনের সম্ভাবনা ৩.৮ ভাগ। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের সুযোগ আছে বিশ্বকাপ জেতার। তবে তা মাত্র ০.১ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত