স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০১৮ ১৭:৩৬

বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি মানেই ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার!

রাশিয়ার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। এবার পালা শেষ ষোলর। আটটি গ্রুপ থেকে দুইটি করে দল খেলবে এই গ্রুপে। মূলত এবারই শুরু আসল বিশ্বকাপের। এ পর্বে জিতলে মিলবে পরবর্তী পর্বের টিকেট, আর হারলে জুটবে বাড়ি ফেরার টিকেট।

শনিবার এই পর্বের প্রথম খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাজানে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে দুইবার।

১৯৩০ ও ১৯৭৮ বিশ্বকাপে। দুটি বিশ্বকাপেই আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল। এর মধ্যে ১৯৭৮ বিশ্বকাপে তো ঘরে এসেছিল শিরোপা। আর্জেন্টিনার প্রথম শিরোপা। অবশ্য ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপে আগের দুবারই গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এবারই প্রথম দেখা হয়ে যাচ্ছে নকআউট পর্বে।

এবারের বিশ্বকাপে ফ্রান্স পড়েছিল ‘সি’ গ্রুপে, আর আর্জেন্টিনা ‘ডি’ গ্রুপে। দুই ম্যাচে জয় ও একটি ড্র নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে উঠেছে ফরাসিরা। অন্যদিকে প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হার ও শেষ ম্যাচে জয় নিয়ে গ্রুপ রানার্স আপ হয় আর্জেন্টিনা।

সব মিলিয়ে ১১ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনার জয়ের পাল্লাই ভারী। লাতিন দলটি জিতেছে ৬ বার, হেরেছে ২ বার। আর ম্যাচ ড্র হয়েছে ৩বার। বিশ্বকাপে দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৩০ সালে। অর্থাৎ বিশ্বকাপের প্রথম আসরেই মুখোমুখি হয়েছিল দুই দল। আর দ্বিতীয় ও শেষবার দেখা হয়েছিল ১৯৭৮ এর আর্জেন্টিনা বিশ্বকাপে। বাকি ম্যাচগুলো ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত