স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ১৬:১১

মেক্সিকোর বিপক্ষে থাকছেন না মার্সেলো!

রাশিয়া বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে ব্রাজিলকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করলেও পরের দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটের টিকেট পেয়েছে কোচ তিতের ব্রাজিল।

নক আউটে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। সামারা অ্যারেনায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

তবে মেক্সিকোর বিপক্ষে আজ এ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা খুবই কম ব্রাজিলিয়ান ডিফেন্সের অন্যতম ভরসা মার্সেলোর। যদি নামেন শেষের দিকে কয়েক মিনিট তাকে দেখা যেতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন নেইমারদের বস তিতে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মার্সেলো। তাই তার পরিবর্তে মাঠে নামছে ফিলিপে লুইস।

তবে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন মার্সেলো। তিনি বলেন, ‘সাধারণ অবস্থায় দলের শুরুর একাদশের জায়গা নিয়ে প্রতিযোগিতা হয়। ম্যাচের আগে আমি অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। সে হয়তো আমাদের থেকে ইনজুরি লুকাতে পারে। কিন্তু সে অনুশীলনে এসেছে ও অনুশীলন করতে চেয়েছে। সে দলের হয়ে নামতে প্রতিশ্রুতিবদ্ধও হয়েছে। হয়তো সে ম্যাচে ৪৫ থেকে ৬০ মিনিট খেলতে পারে।

তিতে জানান, অনুশীলন শেষে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ‘আমি কি তোমার ওপর ভরসা রাখতে পারি? সে বলেছে অবশ্যই।’

কোচ তিতে ব্রাজিল দলকে নতুন আঙ্গিকে সাজিয়ে অবাক করেছে সবাইকে। যা কাজেও দিচ্ছে খুব ভালোভাবে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের ইতিবাচক ‍দিকগুলো নিয়েই সামনে আগাতে চায় ব্রাজিল। কোচ তিতে বলেন, ‘আমি আশা করছি আমাদের দলটি আগের দুই ম্যাচের মতই ইতিবাচক ফুটবল খেলবে। সার্বিয়ার বিপক্ষের ম্যাচের মতো কৌশলে ফুটবল খেলতে চাই আমরা।’

সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে পিঠের ব্যথার কারণে ম্যাচের দশম মিনিটে মাঠ ছেড়ে যাওয়া মার্সেলোর জায়গায় নামা ফিলিপে লুইস মেক্সিকোর বিপক্ষে শুরুতেই নামবেন।

আপনার মন্তব্য

আলোচিত