ক্রীড়া প্রতিবেদক

০৭ জুলাই, ২০১৮ ০১:৫৩

ব্রাজিলের বিদায়

বেলজিয়ামের বিপক্ষে কুতিনহোর ক্রস থেকে পাওলিনহোর বদলি হিসেবে নামা রেনাতো আগুস্তোর ৭৬ মিনিটের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনলেও শেষ পর্যন্ত আর জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল।

রাশিয়া বিশ্বকাপে সোনালী প্রজন্মের বেলজিয়াম হচ্ছে দলটিকে। কোয়ার্টার ফাইনালে সেই সোনালী আভাতেই জ্বলে উঠেছে কাজান অ্যারেনা। প্রথমার্ধে ব্রাজিলকে ঠেকিয়ে দিয়ে এগিয়ে যায় ২-০ গোলে।

অথচ এই ব্রাজিলকে বলা হচ্ছে হট ফেভারিট। যদিও বেলজিয়াম রক্ষণের কাছে পাত্তা পায়নি তাদের আক্রমণ। হয়তো ভাগ্য দেবীও ছিলেন না সহায়। নাহলে ১৩ মিনিটে নিজেদের আত্মঘাতী গোলে এগিয়ে যেত না বেলজিয়াম।

শুরুতে আক্রমণাত্মক ছিল তিতের দল। বেশ কিছু সুযোগ তৈরি হয় ১০ মিনিটেই। বেলজিয়ামের পেনাল্টি এরিয়ায় বল পেয়েছিলেন মিরান্দা। তার ছোঁয়ার পর থিয়াগো সিলভা বলে টোকা দিলেও তা গিয়ে লাগে সাইড পোস্টে।

১৩ মিনিটে কর্নার পায় বেলজিয়াম। তাতেই ঘটে অঘটন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার কিক থেকে ছুটে আসা বল ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে চলে যায় নিজেদের জালে।

আক্রমণ-প্রতি আক্রমণে ঠাসা ছিল ২০ মিনিট। এক দিক ব্রাজিল হেনেছে আক্রমণ তো আরেক দিক দিয়ে বেলজিয়াম। এগিয়ে যাওয়ার বেলজিয়াম হয়ে পড়ে আরও খুনে মেজাজে। ২১ মিনিটে হ্যাজার্ড কে দিয়ে আক্রমণ শানায় বেলজিয়াম। তার থেকে বল পেয়ে ব্রাজিল রক্ষণে হানা দেন মুনিয়ের। লুকাকুকে উদ্দেশ্য করে বল দিলেও তা ক্লিয়ার করেন ব্রাজিল ডিফেন্ডার।

৩১ মিনিটে আবারও আক্রমণ বেলজিয়ামের। যেই গোলটা ছিল দুর্দান্ত। কোনাকুনি শটে দর্শনীয় এক গোল করেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

৩৭ মিনিটে পাল্টা আক্রমণে আবারও সুযোগ তৈরি করে ব্রাজিল। বেলজিয়াম রক্ষণের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন মার্সেলো। বেলজিয়াম গোলরক্ষক কার্তোয়া লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেই শট।

তারপর আরো বেশ কয়েকটি আক্রমণে যায় দুই দলই। কিন্তু গোল পায়নি কেউই। ফলে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।

তবে ম্যাচের ৭৬ মিনিটে রেনাতো অগাস্তোর গোলে কিছুটা স্বপ্ন দেখছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এতেও শেষ রক্ষা হয়নি ব্রাজিলের। ২-১ গোলের হার নিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তিতের শির্ষ্যদের।

আপনার মন্তব্য

আলোচিত