স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৫ ০২:০২

মুস্তাফিজকে ডু প্লেসিসের চ্যালেঞ্জ!

পাঁচ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার কপালে ভাঁজ ফেলছে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৩টি উইকেট তুলে নেওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে কি চ্যালেঞ্জ করেই বসলেন প্রোটিয়া অধিনায়ক?

বুধবার সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন প্রোটিয়াদের টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। জানালেন, মুস্তাফিজকে এখনো বুঝে উঠতে পারেননি তারা। তবে ভারতের যেটা পারেনি, সেটা তারা করে দেখাতে পারবেন বলে মনে করছেন।

ডু প্লেসিস বলেন, ‘আমি ওর(মুস্তাফিজ) খেলা এখনো কাছ থেকে দেখিনি। ওকে নিয়ে আমাদের এখনো আলোচনাও হয়নি। কিন্তু আমি ভিডিওতে ওর খেলা দেখেছি, ও সত্যি দারুণ খেলে। বিশেষ করে তাঁর বিপক্ষে ভারত একেবারেই ভালো করতে পারেনি। তবে আমরা এর পরিবর্তন আনতে পারবো।’

এর আগে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন ডু প্লেসিস। তিনিও স্বীকার করছেন, সিরিজটা সহজ হবে না।

মুস্তাফিজ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট তুলে নেন। পরের দুইটি ম্যাচে যথাক্রমে ছয়টি ও দুইটি উইকেটসহ মোট ১৩ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত