স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০১৮ ১৯:২৮

সেন্ট কিটসে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ জুলাই) সিরিজে টানা তৃতীয়বারের মতো টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এনিয়ে অষ্টম সিরিজ খেলছে বাংলাদেশ। ২০০৯ সালে ক্যারিবিয়ায় প্রথম সিরিজ জিতেছিল তারা। ২০১২ সালে দেশের মাটিতে জিতেছিল পাঁচ ম্যাচের সিরিজ।

এবারের সফরের প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জেতে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ৩ রানের নাটকীয় জয়ে সমতা ফেরে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত