নিউজ ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৫ ১৭:৪০

৩১ বলে সেঞ্চুরী করে এভিডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড করলেন তিনি।

ওয়ানডেতে ৩১ বলে সেঞ্চুরী করে বিশ্ব রেকর্ড করলেন সাউথ আফ্রিকার এভি ডি ভিলায়ার্স .
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড করলেন তিনি।
জোহেন্সেবার্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিন আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়ানরা। আর তাতেই প্রোটিয়াদের জন্য হয় পোয়াবারো । ব্যাটিং পিচে তেড়েফুড়ে ব্যাট করতে থাকেন হাশিম আমলা ও রোশো। 
রোশো ১২৮ রান করে আউট হবার পর শুরু হয় ভিলিয়ার্স তান্ডব । মাত্র ১৬ বলে ফিফটি করার পর ৩১ বলেই তোলে নিন সেঞ্চুরি আর এতে কোরি এন্ডারসনকে হটিয়ে বসে যান দ্রুততম সেঞ্চুরীর আসনে ।

৪৪ বলে ১৪৯ রান করে আউট হবার সময় ওয়ানডের বিশ্বসেরা এ ব্যাটসম্যানের ঝুলিতে ছিলো ৯ টি চার এবং রেকর্ড ১৬টি ছক্কার মার!

সঙ্গী হাশিম আমলা  ১৫৩ রানে অপরাজিত থেকেও ভিলিয়ার্স এর ছায়ায় ঢাকা পড়ে যান ।  ফলে দক্ষিন আফ্রিকা ৫০ ওভার শেষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪৩৯ রান করে ৪৪০ রানের এভারেষ্টসম টার্গেট ছুড়ে দেয় গেইল বাহিনীর দিকে ।



আপনার মন্তব্য

আলোচিত