নিউজ ডেস্ক

১৮ জুলাই, ২০১৫ ১৩:০৪

আজ বার্সার প্রেসিডেন্ট নির্বাচন : মিলবে অনেক প্রশ্নের সহজ উত্তর

লিও মেসি কি বার্সেলোনা ছাড়ার কথা ভাবতে পারেন? পেপ গুয়ার্দিওলা কি আবার পা বাড়াতে পারেন ন্যু কাম্পের দিকে? পল পোগবা কি পরের ট্রান্সফার উইন্ডোতেই পা বাড়াবেন বার্সেলোনার পথে? কাতার এয়ারওয়েজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা কি আবার ইউনিসেফের লোগো ব্যবহার করবে তাদের জার্সিতে?

আজ শনিবারই নিষ্পত্তি হয়ে যেতে পারে এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের৷ পুরোপুরি স্পষ্ট উত্তর না পেলেও পাওয়া যেতে পারে ইংগিত৷

আজ বার্সেলোনায় প্রেসিডেন্ট নির্বাচন৷ সেই নির্বাচনে কে জিতবেন, তার ওপরে নির্ভর করছে এই মুহূর্তে বিশ্বের সেরা টিমের ভবিষ্যত্‍৷ সাম্প্রতিক অতীতে বিশ্বের কোনও ক্লাবের নির্বাচন এ ভাবে গোটা ফুটবল বিশ্বের আকর্ষণ কাড়েনি৷ এখানে জড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের সাহায্য করার প্রশ্নও৷

বর্তমান প্রেসিডেন্ট জোশেপ মারিয়া বার্তেমেউয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট খোয়ান লাপোর্তা৷ প্রার্থী হিসেবে আছেন অগাস্তি বেনেদিতো, তোনি ফ্রেইস্কা৷ কিন্তু ধরে নেওয়া হচ্ছে, লড়াই হবে প্রথম দু'জনেরই৷ লাপোর্তা ২০০৩ থেকে ২০১০ প্রেসিডেন্ট ছিলেন৷ তাঁর আমলেই বার্সেলোনা হারানো সম্মান ফিরে পায়৷ ক্রুয়েফ, গুয়ার্দিওলা, মেসি সহ ফুটবলাররা সবাই তাঁর দিকে৷ লাপোর্তা বলে দিয়েছেন, তিনি জিতলে গুরুত্বপূর্ণ স্পোর্টিং ডিরেক্টরের পদ পাবেন ক্যান্সারাক্রান্ত এরিক আবিদাল৷ বার্তেমেউয়ের বিরুদ্ধে অন্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন, তিনি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করা দেশের কাছ থেকে অর্থ নিয়ে ক্লাব চালাচ্ছেন৷ বার্তেমেউ বাদে বাকি চার জন প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা জিতে এলে কাতার এয়ারওয়েজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হবে৷

বার্তেমেউয়ের সঙ্গে মেসির সম্পর্ক খুব শীতল৷ অনেকে বলতে শুরু করেছেন, বার্তেমেউ জিতলে মেসি পরের বছর নাও থাকতে পারেন ক্লাবে৷ সম্প্রতি কর বিতর্কে জড়িয়ে মেসির ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ মেসির ঘনিষ্ঠরা বলছেন, বার্তেমেউ এ ব্যাপারে তাঁকে কোনও সাহায্য করেননি৷ বার্সার ফুটবল মহলের খবর, মাস খানেক আগেও নির্বাচনে হট ফেভারিট ছিলেন লাপোর্তা৷ বার্তেমেউ নিজে ভোটে জিতে ক্ষমতায় আসেননি৷ সান্দ্রো রাসেল পদত্যাগ করায় ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট পদে আসেন তিনি৷ বার্সা ত্রিমুকুট জেতায় হাওয়া কিছুটা ঘুরেছে বার্তেমেউয়ের দিকে৷ লাপোর্তার বিরুদ্ধে অভিযোগ, নানা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল তাঁর প্রশাসন৷

মেসির ঘনিষ্ঠ লাপোর্তা বলেন, 'মেসির সঙ্গে আমার সম্পর্ক টেলিপ্যাথিক৷ এই প্রশাসন মেসিকে বিক্রি করে দিতে চাইছে৷' নেইমারের কর নিয়ে প্রবল বিতর্কেও বার্তেমেউকে বিঁধেছেন অন্য প্রার্থীরা৷ তাঁদের দাবি, আর্দা তুরানকে নিয়ম ভেঙে নেওয়া হয়েছে বার্সেলোনায়৷ এক প্রার্থী তো ইতিমধ্যেই বলে দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকলে তুরানকে ফিরিয়ে দেবেন আতলেতিকোকে৷ কেননা নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গেলে বার্সেলোনায় নতুন ফুটবলার আনা যায় না৷ বার্তেমেউ যে ফুটবলার দু'জনকে নিয়েছেন, সেই তুরান ও আলেয়িক্স বিদাল জানুয়ারির আগে খেলতে পারবেন না৷ কারণ বার্সেলোনাকে উয়েফা শাস্তি দিয়েছে৷ সব মিলিয়ে ফুটছে বার্সেলোনা ৷

সূত্র: এইসময়

আপনার মন্তব্য

আলোচিত