সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট, ২০১৫ ১০:২১

ঢাকা টেস্টের চতুর্থ দিনেও বৃষ্টির হানা, খেলা অনিশ্চিত

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টির হানা অব্যাহত রয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি বৃষ্টি অব্যাহত থাকবে আগামি ২৪ঘন্টা। 

এদিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ যখন চতুর্থ দিনের খেলা হবার কথা তখন এই বৃষ্টির কারণে মাঠ ঢাকা কাভারে। বৃষ্টি থামছে। আবার ফিরছে। তাই বলা যাচ্ছে না বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও শেষ টেস্টের আজকের খেলা কখন মাঠে গড়াবে কিংবা আদৌ খেলা হবে কি না। আজকেও খেলাটা অনিশ্চিত।

ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন কোন বল গড়ায়নি মাঠে, দুই দিনেরই খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন দুই ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার (৩১ জুলাই) ভোররাত থেকেই প্রচুর ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে মুশফিকুর রহিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৫ রান আসে।

ইমরুল কায়েস (৩০), মুমিনুল হক (৪০), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫) ও সাকিব আল হাসান ৩৫ রান করেন। নাসির হোসেন ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের হয়ে জেপি ডুমিনি ও ডেল স্টেইন তিনটি করে উইকেট লাভ করেন এছাড়া ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট নেন।

বাংলাদেশ প্রথম ইনিংস ২৪৬/৮

 

আপনার মন্তব্য

আলোচিত