সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০১৫ ০১:৪২

নিজেদের সেরাটা খেলতে পারিনি : জোহানেসবার্গে হাশিম আমলা

ঢাকায় বলেছিলেন যা জোহানেসবার্গে ফিরে একই কথা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বললেন- 'বাংলাদেশে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি।' এছাড়াও বললেন পিচ আর কন্ডিশনের কথা।

বুধবার দেশে ফিরেছে প্রোটিয়ারা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হাশিম আমলারা। ওয়ানডে সিরিজে এগিয়ে থেকেও কেন হারলেন সিরিজ এমন প্রশ্নবাণে জর্জরিত হন প্রোটিয়া ক্যাপ্টেন ও কোচ।

উত্তরে বাংলাদেশের পিচ আর কন্ডিশনের কথাই বেশি করে বলেছেন আমলা, 'বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারটা ছিল সত্যিই হতাশাজনক। তবে আমি মনে করি, ওখানে প্রথমে ব্যাট করা দল সুবিধা করতে পারে না। আমরা যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো সুবিধা হতো। ওখানকার পিচ অনেকটাই স্লো। আশা করছি আগামী ভারত সিরিজে বাংলাদেশের অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাতে পারব।'

বাংলাদেশের কাছে হারার আরেকটি কারণও খুঁজে বের করেছেন আমলা। তিনি মনে করেন, বিশ্বকাপের পর তার সতীর্থরা 'হ্যাংওভার' কাটিয়ে উঠতে পারেনি। অনেকেই নিজের সেরাটা দিতে পারেনি বাংলাদেশের বিপক্ষে।

'বিশ্বকাপের পর আমাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা হয়তো পরবর্তী বিশ্বকাপ না আসা পর্যন্তই চলবে। কিন্তু এটা বলতে দ্বিধা নেই যে, দলের অনেকেই ক্লান্ত ছিল এই সফরে। আমরা বাংলাদেশের বিপক্ষে টি২০ বাদে কোনো ফরম্যাটেই সেরা খেলাটা খেলতে পারিনি।'

দক্ষিণ আফ্রিকান কোচ ডোমিনগোও মনে করেন তাই। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন ওয়ানডে সিরিজে দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতির কথা, 'বাংলাদেশ সফরে দুটি বাজে ইনিংস খেলেছি আমরা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে আমাদের ব্যাটিং মোটেই ভালো হয়নি। অনেকেই হয়তো ভিলিয়ার্সের না খেলার কথা বলবেন, আমিও মনে করি সে থাকলে হয়তো অন্যরকম কিছু হতো। কিন্তু এটাও মেনে নিতে হবে, আমরা সব সময় ভিলিয়ার্স আর আমলাকে নাও পেতে পারি। এজন্য আমাদের তৈরিও থাকতে হবে। দলের দুই একজনের ওপর সবকিছু নির্ভর করতে পারে না।'

ডোমিনগো মনে করেন ওয়ানডে সিরিজে ডেইল স্টেইনের না থাকাটাও হারের একটা কারণ। 'ভেরন ফেলেন্ডার বাংলাদেশে দারুণ বোলিং করেছে। সে হয়তো প্রত্যাশামতো উইকেট পায়নি, তবে তার লাইন-লেন্থ নিখুঁত ছিল। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষেও তাকে আমরা সেরা ফর্মে দেখতে পাবো। ওয়ানডে সিরিজে স্টেইন আমাদের হাতে ছিল না, কিন্তু টেস্টে তাকে আমরা পেয়েছি পুরো ফর্মে। তাকে দেখে মনে হয়েছে অভিষেক ম্যাচ খেলতে নামছে।'

আগস্টেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলতে নামবেন আমলারা। কোচের বিশ্বাস বাংলাদেশ সিরিজের হতাশা ঝেড়ে ওই সিরিজে সবাই ভালো করবে।

আপনার মন্তব্য

আলোচিত