সিলেটটুডে ডেস্ক

০৯ আগস্ট, ২০১৫ ০০:৩৮

পাকিস্তান সফরে ভয় পাচ্ছেন নারী ক্রিকেটাররা

এ বছরের অক্টোবরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা রয়েছে কিন্তু সম্প্রতি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের ওপর সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার বিষয়টি মূখ্য হয়ে ওঠেছে।

যে দেশে নিজ ক্রিকেটাররাই নির্ভয়ে চলতে পারেন না, সেই পাকিস্তানে বিদেশিরা যাবে কী করে? এ প্রশ্নটা এখন বাংলাদেশের নারী ক্রিকেটারদেরও, একই সঙ্গে কাজ করছে ভয়ও।

অনুশীলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক সালমা খাতুন, 'এখনও জানি না, আমরা পাকিস্তানে যাচ্ছি কি-না। তা নিয়ে এখনই কিছু বলা কঠিন। বিসিবি বললে যেতে হবে। ভয় তো আছেই। সাধারণ মানুষেরও ভয় কাজ করে, আমাদের তো করবেই।'

ওয়াসিম আকরামের ওপর হামলার প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ওখানে অনেক গণ্ডগোল হচ্ছে। বিশেষ করে ওয়াসিম আকরামের ওপর আক্রমণের পর বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছে। আশা করছি, বিসিবি সবদিক বুঝেই সিদ্ধান্ত নেবে।'

আপনার মন্তব্য

আলোচিত