সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০১৫ ২০:১৪

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ : সেমিফাইনালে বাংলাদেশ

ফুটবলের সুদিন বুঝি ফিরল এবার। কয়েকদিন আগে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের কিশোরেরা। এবার বয়সভিত্তিক অন্য ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ দল।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

গ্রুপপর্বে ভুটান তাদের প্রথম ম্যাচে হেরেছিল স্বাগতিক নেপালের কাছে। ফলে শনিবার (২২ আগস্ট) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ।

খেলার প্রথামার্ধেই ২ গোল করে বাংলাদেশ। ৪১ মিনিটে রোহিত সরকার এবং ৪৪ মিনিটে মান্নাফ রাব্বি গোল দুটি করেন।

এরপরে দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বাংলাদেশের ফুটবলাররা। অবশ্য বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানও বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে দ্বিতীয়ার্থে উভয় দলই আর গোলের দেখা না পাওয়ায় বাংলাদেশ ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপ (এ-গ্রুপ) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত