সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট, ২০১৫ ০২:১৪

২ হাজার ৮৮২ কোটি টাকায় ম্যানইউতে যাচ্ছেন নেইমার!

বাংলাদেশি মুদ্রার হিসাব এখানে ধর্তব্যের না, তবে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কাছে অংকটা অবিশ্বাস্যই  ঠেকবে! ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেডকে গুণতে হচ্ছে ২ হাজার ৮৮২ কোটি টাকা বা ৩২৫ মিলিয়ন ইউরো!

এই খবরে পুরো ইংলিশ মিডিয়া তোলপাড়। হওয়ারই কথা। মাত্র ছয় বছর আগেই কাকা এসি মিলান থেকে রিয়ালে নাম লিখিয়েছিলেন ৫৬ মিলিয়ন পাউন্ডে। ৫০ মিলিয়ন পাউন্ডের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় ছিলেন তিনি। চার বছরের মাথায় সেটি ১০০ মিলিয়ন ইউরোতে নিয়ে গেল রিয়ালই। গ্যারেথ বেলকে উড়িয়ে আনল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেই।

ফুটবলের দলবদলের গত পাঁচটি বিশ্ব রেকর্ডই রিয়ালই গড়েছে রিয়ালই ভেঙেছে। বড় চিত্র হিসেবে দেখলে স্প্যানিশ ফুটবল। এবার সেই স্প্যানিশ ফুটবলকে কি পাল্টা জবাব দিতে পারবে অর্থের হিসাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ইংলিশ প্রিমিয়ার লিগ? ইংলিশ সংবাদমাধ্যমের গুঞ্জন তেমনি।

নেইমারকে কিছুতেই ছাড়বে না বার্সেলোনা। ৩০০ মিলিয়নের গুঞ্জন চাউর হওয়ার পর এ নিয়ে আরও এক দফা মুখ খুলতে হলো বার্সা সভাপতিকে। কিন্তু নেইমার যদি রাজি থাকেন, তাহলে বার্সার কিছুই করার থাকবে না। কারণ যে ৩২৫ মিলিয়ন ইউরোর হিসাব দেওয়া হচ্ছে, সেটা ‘বাই আউট ক্লজ’-এর হিসাব ধরেই।

২০১৩ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় নাম লেখান নেইমার। সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। এর মধ্যে বার্সার অনুমতি ছাড়া অন্য ক্লাবে যদি নেইমার যেতে চান, তাহলে সেই ক্লাবকে ‘বাই আউট ক্লজে’র অঙ্কটা পরিশোধ করতে হবে। যার পরিমাণ ২২৫ মিলিয়ন ইউরো। বাকি ১০০ মিলিয়ন ইউরো ৫ বছরে ২০ মিলিয়ন ধরে নেইমারের বেতনের হিসাব। বার্সা যদি নাও চায়, নেইমার রাজি হলেই হবে। কিন্তু ইউনাইটেড কি আসলে পারবে এই অবিশ্বাস্য অঙ্কের টাকা দিয়ে নেইমারকে কিনতে? বাংলাদেশি মুদ্রায় যে অঙ্কটি ২ হাজার ৮৮২ কোটি টাকা! সূত্র: মার্কা।

আপনার মন্তব্য

আলোচিত