সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট, ২০১৫ ১৩:৪৩

মেসির তুলনা কেবল বোল্টের সঙ্গেই চলে- এনরিকে

বার্সেলোনা কোচ লুইস এনরিকের ধারণা, লিওনেল মেসির তুলনা একমাত্র উসাইন বোল্টের সঙ্গেই দেওয়া যায়।

এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? এই বিতর্কে বেশিরভাগ মানুষ ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিকেই এগিয়ে রাখেন। আবার অনেকেই মনে করেন রোনালদো এগিয়ে। অবশ্য এ সপ্তাহেই ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে মেসিই।

এনরিকে যেন আরেক কাঠি সরস। চারবারের বর্ষসেরা মেসির সঙ্গে তুলনায় আসতে পারে, এই সময়ে এমন কোনো ফুটবলারই খুঁজে পান না তিনি। বলছেন মেসির সমান ফুটবলার কেউ নেই।

সম্প্রতি টুইটারে জ্যামাইকার স্প্রিন্টার বোল্টের দৌড় দেখা এনরিকে বলেন, "এটা (মেসি ও বোল্টের) ভালো তুলনা হতে পারে। বিশ্বের সেরা স্প্রিন্টার ও বিশ্বের সেরা ফুটবলার।"

বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা জেতেন এই দুই ইভেন্টের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট। গত শনিবার জ্যামাইকার এই স্প্রিন্টার ১০০ মিটার রিলেরও সোনা জেতেন।

আপনার মন্তব্য

আলোচিত