স্পোর্টস ডেস্ক

০২ মার্চ, ২০২০ ১৫:১৫

আড়াই দিনে হারলো ভারত

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দশ উইকেটে হেরেছিল ভারত। ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াবে বিরাট কোহলির দল, এমন প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু কিসের কী! ক্রাইস্টচার্চে মাত্র আড়াই দিনেই হেরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হলো ভারত।

এই সিরিজটা নিয়ে রোমাঞ্চিত ছিলেন অনেকে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত বিপক্ষে কন্ডিশনে খেলতে যাচ্ছে বলে নয়, আলোচনা হচ্ছিল ভারতের পেস ব্যাটারি নিয়ে। মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের নিয়ে গড়া ভারতের পেস আক্রমণ নিজেদের দিনে বিশ্বের যেকোন ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার সামর্থ রাখে। ভারতের পেস বিভাগকে বিশ্বসেরা বলছেন অনেকেই। নিউ জিল্যান্ডের পেসবান্ধব উইকেটে শামি, বুমরাহরা কেমন করে সেটা নিয়েই হচ্ছিল আলোচনা।

খুব একটা আলো ছড়াতে পারেননি ভারতের পেস বিভাগ। তাদের একপার্শ্বে ঠেলে সিরিজের সব আলো কেড়ে নিলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা। ওয়েলিংটন টেস্টে ১৯ উইকেট তুলে নেওয়া নিউজিল্যান্ডের পেস বিভাগ ক্রাইস্টচার্চে ভারতকে তুলনামূলক বেশিই কাঁদাল। প্রথম ইনিংসে ২৪২ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে কোহলির দলকে মাত্র ১২৪ রানে গুটিয়ে দিয়েছেন বোল্ট-সাউদিরা। ট্রেন্ট বোল্ট ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট, সাউদি ৩৬ রানে ৩টি।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯০ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। হনুমা বিহারি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজারা অপরাজিত ছিলেন বলে অনেকে হয়তো আশায় বুক বেধেছিলেন, বড় লিড হলে হতেও পারে! কিছুই হয়নি, বিহারি (৯) ফিরে গেছেন দিনের তৃতীয় ওভারেই। পন্ত (৪) তার দেখনো পথ ধরেন পরের ওভারে। রবীনদ্র জাদেজা (১২*) একপ্রান্তে দাঁড়িয়ে চেষ্টা করছিলেন বটে। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি মোহাম্মদ শামি (৫), বুমরাহ (৪)। শেষ পর্যন্ত ভারতের দ্বিতীয় ইনিংস ১২৪ রানে থেমে গেলে ১৩২ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড।

নিউ জিল্যান্ডের দুই টম (টম লাথাম ও টম ব্লান্ডেল) দারুণ দুটি ফিফটি করে সহজেই ভারতের হার নিশ্চিত করেছেন। অবশ্য দুজনের একজনও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১১৩ বলে ৮ চার ১ ছয়ে ৫৫ করে আউট হন ব্লান্ডেল। লাথাম ৭৪ বলে ১০ চারে ফিরেছেন ৫২ করে।

তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনও জয় নিয়ে ফিরতে পারেননি। ৮ বলে ৫ রান করে বুমরাহর বলে ক্যাচ আউট হয়েছেন কিউই দলপতি। পরে রস টেলর (৫*) ও নেহরি নিকোলাস (৫*) নিউ জিল্যান্ডের জয় নিশ্চিত করেছেন।

নিউ জিল্যান্ড যখন জয় থেকে মাত্র ৭ রান দূরে তখন নিজেই বোলিংয়ে এলেন বিরাট কোহলি। তাতে লাভ হয়নি একটুও। ভারতীয় অধিনায়কের ওভার থেকে চার রান নিয়ে পরের ওভারে জয় নিশ্চিত করে ফেলেছে নিউ জিল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত