ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২০ ২০:০৪

শুরুতেই মাশরাফির আঘাত

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত আনলেন দলপতি মাশরাফি বিন মর্তুজা। দলীয় ও  নিজের প্রথম ওভারের চতুর্থ বলে তিনি তুলে নেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান টিনাশে কামুনহুকামউইয়ের উইকেট।

জিম্বাবুয়ে উইকেট হারায় দলীয় পাঁচরানে। আর টিনাশে কামুনহুকামউই চার বল খেলে এক চারের সাহায্যে করেন চার রান।

আপনার মন্তব্য

আলোচিত