স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৫ ০০:৪২

সিলেট ক্লাবে জাতীয় পুল টুর্নামেন্টে শোভন চ্যাম্পিয়ান

সিলেটে প্রথমবারের মত অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পুল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ার হওয়ার গৌরব অর্জন করেছে দেশ সেরা পুল খেলোয়ার শোভন দেবনাথ। রবিবার রাতে বড়শলাস্থ সিলেট ক্লাবে অনুষ্ঠিত হিলসাইড এক্সেলসিওর সিলেট ক্লাব পুল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি ১০-৯ ব্যাবধানে পরাজিত করে বাংলাদেশের আরেক শীর্ষ পুল খেলোয়ার আসিফ হোসেন খাঁনকে।

তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনাল খেলায় বিজয়ী হয়ে ব্লু-বার্ড আটো লি. এর সৌজন্যে ১ লাখ টাকার প্রাইজমানী জেতেন শোভন। ১ম রানার্স আপ আসিফ হোসেন খান পান বারাকা পাওয়ার লি. পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও ক্রেষ্ট এবং ২য় রানার্সআপ আল-আমিন পান ২৫ হাজার টাকার প্রাইজমানি।

সিলেট ক্লাব লি. এর সভাপতি হাসিন আহমদ’র সভাপতিত্বে ও মিশফাক আহমেদ মিশুর পরিচাকনায় খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ক্লাব লি. এর সদস্য সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী জামাল আশরাফ, শমশের জামাল, এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট মাশরুর চৌধুরী শওকত, ফয়সল আহমদ চৌধুরী, আফজাল রশীদ চৌধুরী, মো. কাওছার হোসেন শাহীন, মুহিতুল বারী মুহিত, বিজয় কুমার দাস, খলিলুর রহমান চৌধুরী, রথিন্দ্র কুমার দাস, সুকান্ত ধর, তারেক আহমদ, মুফতি তাহের আহমদ, কয়ছর আহমদ, আবু সুফিয়ান চৌধুরী, হানিফ আলম চৌধুরী, মাশরুফ আহমদ মাসুক, ফয়সল চৌধুরী মিফতাহ, ফয়েজ হাসান ফেরদৌস, বিধান কৃষ্ণ দাস সরকার, আতিকুর রহমান লাহিন, মাহবুবুর রহমান, অনুপ কুমার দেব, আতিকুর রহমান বাবু, ওলায়েত হোসেন লিটন,আহমেদ মেহেদী হাসান, মুজিবুর রব বাবুল, ওলায়েত হোসেন, জয়দ্বিপ দাস সুজক, ফয়সল মো. আবুল মহসিন, আব্দুস সালাম, আবুল ওয়াছেহ চৌধুরী, ফজলে এলাহী চৌধুরী, ফয়সল সারোওয়ার, খোকন সাহা, হাসান ইমাম চৌধুরী, জাকির হোসেন, মনুসর আলম চৌধুরী, জাফর মজিদ মিঠু, কয়সর আহমদ, রেজাউল হাসান জাকারিয়া, দেওয়ান আল-আমিন, ফরিদ উদ্দিন খান, মো. কামরুজ্জামান প্রমূখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শেষে সিলেট ক্লাবের হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন টুর্নামেন্টে অংশগ্রহনকারী খেলোয়ার ও অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত