সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৫ ০১:৫৫

জিম্বাবুয়ের সাথে হারায় র‍্যাংকিংয়ে নয়ে পাকিস্তান, পিসিবির বুদ্ধিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্থান

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের সাথে ডি/এল মেথডে হেরে আইসিসি ওডিআই র‍্যাংকিংয়ে নয় নম্বরে নেমে গেছে পাকিস্তান।  মাত্র তিন আগে এমন ঘটনা ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলা হত না ওদের। তাদের বদলে খেলত ওয়েস্ট ইন্ডিজ।

এজন্য অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চালাকির প্রভাব রয়েছে । আটে উঠে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের অবস্থান নিশ্চিত করার পর পরই জিম্বাবুয়ে সফর পিছিয়ে দিয়েছিল পাকিস্তান। কারণ ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করেই যে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির টিকিট মিলত। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের একটি ম্যাচ হারলেই ঝামেলা—এই সমীকরণে পড়তে চায়নি পিসিবি।তাই সিরিজটি একটু পিছিয়ে অক্টোবরেই নিয়ে আসা হয়।

২০১৯ বিশ্বকাপের প্রথম আট দল নির্ধারণেও র‍্যাঙ্কিংয়ের বিশাল ভূমিকা থাকবে। চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে পাকিস্তানের এমন নাটক থেকে আইসিসি কিছু করবে কিনা সেটি এখন প্রশ্ন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর হচ্ছে পরবর্তী সময়সীমা। এর আগে আগে ঠিক এ রকম কিছু নাটক বিভিন্ন দল মিলে করে দেখাতেই পারে। কারণ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর এবং নয় নম্বর দলের মাঝে রেটিং পয়েন্টের তফাৎ মাত্র ২৭!

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী আগের অবস্থান সাতেই আছে বাংলাদেশ। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়াও।

আপনার মন্তব্য

আলোচিত