ক্রীড়া প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০১৫ ২২:৩০

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দর্শকদের উন্মত্ত আচরণ, বারকয়েক বন্ধ থাকে খেলা

Notorious behave by Indian crowds In SA T20 match

ভারতের কটকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি/২০ ম্যাচ চলাকালে দর্শকের ক্রমাগত পানির বোতল ছোঁড়ায় খেলাটি বন্ধ হয়ে যায়। 

প্রথমে ব্যাট করে ভারতের করা মাত্র ৯২ রানের জবাবে ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা ১১ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান তোলার পরই গ্যালারি থেকে দর্শকরা একের পর এক পানির বোতল সহ বিভিন্ন দ্রব্য ছুঁড়তে থাকলে খেলা বন্ধ করে দেন খেলোয়াড়রা। তারা সবাই গোল হয়ে মাঠেই বসে পড়েন।

কিছুক্ষণ পর ম্যাচ রেফারি খেলা শুরুর নির্দেশ দিলেও আবারও শুরু হয় বোতল ছোঁড়া। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার বোর্ডে যখন ৭০ রান তখন আবারও খেলা বন্ধ হয়ে যায়। মাঠ থেকে বেরিয়ে যান খেলোয়াড়রা।

এরপর দর্শকদের নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ভারতীয় পুলিশ। বেশিরভাগ দর্শককে পরে  বের করে দিয়ে খেলার বাকি অংশ শেষ করা হয়। ঘটনাবহুল এই ম্যাচে সহজেই ৭ উইকেটের জয় পায় প্রোটিয়াসরা।

 ক্রিকেটে দর্শকদের উচ্ছৃঙ্খলতার সবচেয়ে কলঙ্কিত নজিরটি ভারতেরই। ইডেনে ১৯৯৬ বিশ্বকাপ সেমিফাইনালটাই পণ্ড হয়ে গিয়েছিল দর্শক হাঙ্গামায়

আপনার মন্তব্য

আলোচিত